প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজাদের কাহিনী “শাহনামা”

শাহনামা মহাকাব্য প্রাচীন পারস্য সভ্যতার কিংবদন্তী এবং ইতিহাসের মৌলিক সাহিত্য। যার কাহিনীগুলো যুগ যুগ ধরে মানুষের মুখে চর্চিত হয়েছে। ষাট হাজার শ্লোক বিশিষ্ট এই শাহনামা ইরানের জাতীয় মহাকাব্য রচনা করেন মহাকবি ফেরদৌসী। তিনি ৯৪০ সালে খোরাসানে জন্ম গ্রহন করে এবং ১০১৯ সালে মৃত্যু বরণ করেন। ফেরদৌসী ৩০ বছর (৯৭৭-১০১০) ধরে এই মহাকাব্য রচনা করেন গজনির শাসক সুলতান মাহমুদের শাসনকালে ও তার পৃষ্ঠপোষকতায়, যা ইরানের সাহিত্য ও সংস্কৃতিকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে। এতে সাসানীয় আমল থেকে দ্বিতীয় খসরু (৫৯০-৬২৮) পর্যন্ত বিভিন্ন বীরদের কাহিনী লেখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন