প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিয়ে করলেন গায়ক নোবেল

আবারও বিয়ে করেছেন ভারতের সারেগামাপা-খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী।

সোমবার (২০ নভেম্বর) ফারজান আরশী নামের এক তরুণীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেন নোবেল। এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন বিতর্কিত এই গায়ক।

এর আগে রোববার (১৯ নভেম্বর) ফেসবুকে এক তরুণীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন নোবেল। যেখানে ওই তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে। প্রথম ছবিতে ক্যাপশনে নোবেল লেখেন, পাশে থেকো… এর ঠিক ঘণ্টা তিনেক পরেই সেই তরুণীকে নিয়ে নিজের ফেসবুকের প্রোফাইল দেন এই সংগীতশিল্পী। সেখানে ক্যাপশনে লেখেন, ক্যাপশন লেখা লাগবে? আরিশা…(লাভ ইমোজি)

এদিকে নোবেলের ফেসবুক স্ট্যাটাসের মন্তব্যের ঘর থেকে জানা গেছে, নোবেলের স্ত্রী ফারজান আরশী খুলনার একজন ব্লগার। তার স্বামীও ছিলেন একজন ফুড ব্লগার। তবে এবার এই আরশীকেই বিয়ে করলেন নোবেল। তবে আরশী আগের স্বামীকে ডিভোর্সের পর নোবেলকে বিয়ে করেছেন কিনা তা এখনো জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন