প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

বিয়ে করেছেন লিজা

বিয়ে করেছেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। বর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। বর্তমানে এই গায়িকা একটি রিয়েলিটি শোর বিচারকাজ নিয়ে ব্যস্ত আছেন। আর সেই শোর সুবাদেই তার গোপন বিয়ের খবর রটে। তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি লিজা।

কিছু না বললেও লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়। শুধু তাই না, লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও সবুজ খন্দকারের সঙ্গে। এছাড়াও ফেসবুকে লিজার প্রকাশিত অনেক ছবিতে পাওয়া গেছে সবুজ খন্দকারকে। যেখানে আছে লিজার পরিবারের লোকজনও।

এদিকে, গেল বছর প্রেম ও বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমে লিজা বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। পরিবারের লোকজনও আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। খুব শিগগিরই বিয়ের খবরটি সবাইকে জানাবো।’

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন