প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন শ্রমিক বান্ধব নেতা মোঃ আসাদুজ্জামান (আসাদ)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে -১০৪-খুলনা-৬ কয়রা পাইকগাছা আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের বিপ্লবী সদস্য-সচিবও সারা বাংলার শ্রমিকের নিবেদিত প্রান জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যাক্তিত্য জননেতা মোঃ আসাদুজ্জামান ( আসাদ)।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা-০৬ আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় খুলনা-০৬ আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় দলীয় পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন জননেতা মোঃ আসাদুজ্জামান (আসাদ) বলেন, আমি খুলনা-০৬ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

আশা করি, আমাকে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশ সাজানোর রুপকার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের -৪ বারের সফল প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেতা দেশরত্ন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে আমি শতভাগ আশাবাদী। এ জন্য কয়রা- পাইকগাছার মানুষের কাছে দোয়া চাই।

যাতে মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়-লাভ করে জনগণের সেবা করতে পারি।

আমার দৃড়ও বিশ্বাস -১০৪ খুলনা-০৬ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে বিপুল ভোটে জয় – করবে। তখন কয়রা- পাইকগাছা বাসী মানুষের সুখে- দুঃখে পাশে থাকবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন