প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

বগুড়ার লাহিড়ীপাড়া কাজী নুরুইলে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

বগুড়ার লাহিড়ীপাড়া কাজী নুরুইলে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা! বগুড়া সদরের উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে চোর সন্দেহে ১ কিশোরকে বেধড়ক ভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোরের নাম জয় (১৭)। সে শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত-রাত ১০টায় লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরুইল গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত অনুমান ৯টার দিকে নিহত জয় উল্লেখিত গ্রামের মৃত মকবুল হোসেন মাস্টারের ছেলে মন্টু মিয়ার বাড়িতে প্রবেশ করে। তাৎক্ষণিক চোর চোর করে মন্টুর পরিবার চিৎকার করলে মন্টুর ভাই আশরাফুল ইসলাম ঘর থেকে লাঠি নিয়ে বের হয়। এ সময় প্রাণ বাঁচানোর ভয়ে কিশোর জয় ওই বাড়ির একটি কাঁঠাল গাছে উঠে আশ্রয় নেয়। এতেও রক্ষা পায় না জয়। মন্টু ও আশরাফুলসহ গ্রামের কতিপয় ব্যক্তিরা গাছ থেকে জয়কে টেনে হেঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে জয় মাটিতে লুটিয়ে এবং ঘটনাস্থলেই জয় মারা যায়। এদিকে জয় এর মৃত্যুর পর ঘটনার বেগতিক দেখে বাড়িতে তালা লাগিয়ে দিয়ে পালিয়েছে মন্টু ও তার সহোদর আশরাফুল ইসলাম। জয়ের স্বজনেরা জানান, রাতে জয় মোবাইলে টাকা রিচার্জের কথা বলে কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরে আসবে, এমন কথা বলে রাত ৮টার দিকে বাইরে যায়। কিন্তু সম্ভাব্য সময়ে সে রাতে আর বাড়ি ফেরেনি। এলাকাবাসী আরও জানান, জয় চোর হোক, ডাকাত হোক বা বড় কোন অপরাধী হোক। সেজন্য আইন আদালত ও থানা-পুলিশ আছে। এভাবে একজন কিশোরকে চুরির অপরাধে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করা ঠিক হয়নি। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে”। ঘটনার পর বাড়ির লোকজন পালিয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহণ করা হবে। জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন