প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দর্শনা শাখার আওতাধীন ভালাইপুর বাজারে আইএফআইসি ব্যাংক পিএলসি’র উপশাখা উদ্বোধন

দর্শনা শাখার আওতাধীন ভালাইপুর বাজারে আইএফআইসি ব্যাংক পিএলসি’র উপশাখা উদ্বোধন । দর্শনা শাখার আওতাধীন চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে আইএফআইসি ব্যাংক পিএলসি’র উপশাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে মাষ্টারস্ আব্দুল ওয়াহেদ সুপার মার্কেটে আইএফআইসি ব্যাংক পিএলসি’র উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা শাখার ব্যাবস্থাপক মোঃ সোহরাব হোসেন।এসএম সাব্বির আহম্মেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালাইপুর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দিপু,সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি,সাবেক সভাপতি আমির হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক হোসেন আলী কালু,সাবেক ব্যাংক কর্মকর্তা আঃ রহিম,মোজাম্মেল হক,আঃ মমিন প্রমুখ। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ২০/১১/২৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন