প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডোমার উপজেলার একটি স্কুলে ভবন ফেটে ফেটে পড়তেছে 

ডোমার উপজেলার একটি স্কুলে ভবন ফেটে ফেটে পড়তেছে

মোঃ মনজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি স্কুল এ ভবন ফেটে ফেটে পড়তেছে স্কুলটির নাম পূর্ব চান্দ খানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরজামাল ইসলাম তিনি বলেন আমাদের এই স্কুলটিতে এ যাবো তো সেরকম কোনো উন্নয়ন হয়নি এবং এই স্কুলটির ভবনটি যত দিন যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে এবং ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে। এভাবে ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো খুবই বিপদজনক। গত কয়েকদিন আগে স্কুল সেদিন বন্ধ ছিল সেদিন স্কুল থেকে ভবন ভেঙ্গে মাটিতে পড়ে গেছে। আসলে আমাদের ভাগ্য ভালো যে সেদিন শনিবার ছিল স্কুল বন্ধ। আমি মাননীয় প্রধানমন্ত্রী কে বলতে চাই আমাদের এই স্কুলটিতে খুব দ্রুত যেন একটি ভবনের ব্যবস্থা করে দেন। এবং এই স্কুলটিতে শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষক দরকার। আমি সহ এ স্কুলে টিচার চারজন। শিক্ষার মান বাড়াতে হলে আমাদের ইস্কুলে শিক্ষক প্রয়োজন। আমি আবেদন করলাম ।আমাদের স্কুলটিতে খুব দ্রুত যেন শিক্ষক এবং ভবনটি তৈরি করে দেয়া হয়। আমাদের স্কুলটিতে খুবই বিপদের সংখ্যা এবং কখন যে ভেঙ্গে ছাত্র-ছাত্রীদের ওপরে পড়ে এবং আমাদের ওপরে পড়ে।বলা যায় না তাই আমি আমাদের স্কুলের দায়িত্বে থাকা সকলকের দৃষ্টি আকর্ষন করতেছি আপনারা খুব তাড়াতাড়ি স্কুলটিতে একটি ভবনের ব্যবস্থা করে দেন এবং শিক্ষক নিয়োগ দেন। তাহলে আমরা শিক্ষার মান বৃদ্ধি, করতে পারবো এবং সুনাম বয়ে আনতে পারবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন