প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মহাসড়কের ময়লা সাংবাদিক কে পরিস্কার করতে বললেন কাউন্সিলর

মহাসড়কের ময়লা সাংবাদিক কে পরিস্কার করতে বললেন কাউন্সিলর । গাজীপুরের কোনাবাড়ী ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ফ্লাইওভারের নিচে ময়লার স্তুুপ।ময়লার পঁচা দুর্গন্ধে অতিষ্ঠ জনমানব,নেই প্রশাসনিক কোনো ব্যবস্থা,নেই রাজনৈতিক নেতাদের কোনো মাথা ব্যাথা।মহাসড়কে ময়লার স্তুুপে জনজীবন অতিষ্ঠ,বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আমীন তপন কে মুঠোফোনে অবহিত করলে,তিনি দৈনিক গণকন্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ময়লা পরিস্কার করতে বলেন,তিনি রাগান্বিত হয়ে বলেন এটা সিটি কর্পোরেশন এর কাজ,নির্বাচনের আগে নিজের টাকা খরচ করে পরিষ্কার করিয়েছি,আমার বাবা এতো টাকা রেখে যায়নি যে আমাকে ময়লা পরিষ্কার করতে হবে।একজন জনপ্রতিনিধির এমন মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন গণমাধ্যম সহ সুধীসমাজ।ডাক্তারদের অভিমত পঁচা দুর্গন্ধ বিষাক্ত ধোয়া বাতাশে ছড়িয়ে পড়া পদার্থ মানব দেহের শ্বাসকষ্ট,হৃদরোগ, ও ক্যানসার এর মত মারাত্মক জীবাণুর ঝুকি বাড়িয়ে দেয়। মহা সড়কে চলাচলরত জনতা দম বন্ধ করে,মুখে কাপড় বেঁধে চলছে,অনেকেই দুর্গন্ধ সইতে না পেরে বমি করতে করতে হাসপাতালের বেডে সায়িত,আবার অনেকেই ময়লার স্থান টা দ্রুত পারাপার হতে এক্সিডেন্ট করে হাসপাতালে,অত্র এলাকায় তিন টি হাসপাতাল ও ছোট ছোট ক্লিনিক ও অগনিত শিল্প কারখানা অবস্থিত,শ্রমিকদের চলতে হয় রাত দিন চব্বিশ ঘন্টা,পঁচা দুর্গন্ধ পারাপার হতে তাদের কষ্টের সীমা দেখার কেউ নেই।বিশেষ করে সকল স্তরের মানুষ ময়লার পঁচা দুর্গন্ধ ভয়াবহ বিষাক্ত বাতাশে ক্যানসার সহ নানা রোগে ভুগছেন। অসহায় অটোচালক নূরে আলম বলেন,এখানে শুধু ময়লার স্তুুপ নয় অবাধে প্রসাব পায়খানাও করেন জনগন,বিষয়টি সিটি কর্পোরেশন এর কাউন্সিলর মহোদয়ের দৃষ্টি আকর্শন অত্যান্ত জরুরী।অপরদিকে ময়লা ফেলাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট অবৈধ পন্থা অবলম্বনে সচল করেছেন বাণিজ্যপথ। বিষয়টি তদন্ত পর্যবেক্ষণ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করতে গাজীপুর সিটিকর্পোরেশন এর মেয়র মহোদয় ও আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন গণমাধ্যম ও এলাকাবাসী সহ সুধীসমাজ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন