প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকা আসনে আপন দুই ভাইয়ের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ উচ্ছ্বসিত নেতাকর্মীরা

জলঢাকা আসনে আপন দুই ভাইয়ের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ।। উচ্ছ্বসিত নেতাকর্মীরা ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ জলঢাকা আসনের দলীয় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী পরিবারের আপন ২ ভাই উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। গতকাল রবিবার (১৯ নভেম্বর) দুপুরে হাজারও নেতা কর্মীকে নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নীলফামারী-৩ আসনের ফরম কিনেন তারা। দুই ভাইয়ের এক সাথে মনোনয়নপত্র তোলায় স্থানীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ লক্ষ করা গেছে। উচ্ছ্বসত আনন্দে দুই ভাইকে একসাথেই শুভেচ্ছা জানাচ্ছে নেতা কর্মীরা। উপজেলার নেতৃবৃন্দ জানান, উল্লিখিত আসনে দীর্ঘ সময় জামায়াত ও জাতীয় পার্টির সংসদ সদস্য থাকায় স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নীলফামারী-৩ আসনে। ফলে ডিজিটাল বাংলাদেশেও অবহেলিত আছে জলঢাকার মানুষ। আওয়ামী লীগ রক্ষা ও স্থানীয়দের উন্নয়নের তাগিদের দুই ভাইয়ের যে কাউকে মনোনয়ন দেওয়া অতীব জরুরি। জলঢাকা উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশিদ জানান, ডাঃ সফিয়ত হোসেন ফ্যামিলি এই এলাকায় আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে৷ যখন দেশে আওয়ামী লীগের করুণ অবস্থা ছিল তখন নির্যাতন নিপীড়ন সহ্য করে আওয়ামী লীগের পতাকা এই আসনে উচু করে রেখেছে তারাই। মনোনয়ন তাদেরই প্রাপ্ত। উল্লেখ্য, যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। পাশাপাশি তার বড় ভাই শহীদ হোসেন রুবেল দীর্ঘ ২৮ বছর ওই আসনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন