প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাত্রিকালীন মহড়া

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাত্রিকালীন মহড়া । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে শ্রীবরদীতে পুলিশের রাত্রিকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর রবিবার রাতে শ্রীবরদী পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক, উপজেলা পরিষদ এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় থানা পুলিশ কর্তৃক গৃহীত আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্যে শ্রীবরদী থানা পুলিশের রাত্রিকালীন মহড়া অনুষ্ঠিত হয়। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা কোন ভাবেই যেন উপজেলার আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে এর জন্য পুলিশ তৎপর রয়েছে। কাউকেই শান্ত শ্রীবরদী কে কোনভাবেই অশান্ত করতে দেয়া হবে না। হরতাল ও অবরোধের নামে কোন ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে অবশ্যই তা শক্ত হাতে দমন করা হবে। পরে জনসাধারণের যানবাহন চলাচলে বাধা, নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে উপস্থিত জনসাধারণকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন