প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এমপি মোহন

নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এমপি মোহনঃ । অদ্য ১৯/১১/২৩ ইং রবিবার নরসিংদী – 3 শিবপুর থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন এমপির পক্ষে শিবপুরের অসংখ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উল্লেখ্য ২০০৮ সালে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া কে প্রায় 30 হাজার ভোটে পরাজিত করে নৌকার জয়ের মাধ্যমে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেন জহিরুল হক ভূঁইয়া মোহন, এরপর থেকে নিজের দক্ষতা পরিশ্রম এবং মেধা ও জনসেবার মাধ্যমে শিবপুর বাসীর মন জয় করেন এমপি মোহন, নরসিংদী শিবপুর এমপি মোহনের জনস্রোত যেমন হেমিলনের বাঁশিওয়ালার মত, তারই ধারাবাহিকতায় এমপি মোহনকে শিবপুরবাসী পুনরায় নৌকার এমপি বানিয়ে শিবপুরের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করতে চায় শিবপুরের জনগণ। তৃণমূল আওয়ামী লীগ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন