প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটোরের সিংড়ায় একদফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির মশাল মিছিল

নাটোরের সিংড়ায় একদফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির মশাল মিছিল। তফসিলকে প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে মশাল মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের নির্দেশনায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া-জোলারবাতা এলাকায় এ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পৌর বিএনপির সদস্য সচিব তায়জুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক, উপজেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুল হাসান বাবু, বিএনপি নেতা চয়েন উদ্দিন, রুস্তম, স্বেচ্ছাসেবকদল নেতা নিশান, যুবদল নেতা শিপন, সোহেল, তারেক, ছাত্রদল নেতা শাকিল, রনি প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন