আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন অধ্যাপক বাবুল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
রবিবার (১৯শে নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে রংপুর বিভাগের মনোনয়নপত্র ক্রয়-বিক্রয় বুথ থেকে জাতীয়-১২, নীলফামারী-১ আসনের জন্য মনোনয়নপত্রের ফর্ম সংগ্রহ করেন তিনি।
এবিষয়ে মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীজন হতে চাই। জনপ্রিয়তা ও কর্মকাণ্ড, বিবেচনা করে আমাকে তিনি মনোনয়ন প্রদান করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম ডোমার ও ডিমলা নির্বাচনী এলাকার প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে, কাজ করবো। সবার দোয়া কামনা করছি।
উল্লেখ্য, গত ১৫ই নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে ১৮ই নভেম্বর থেকে শুরু হয় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম। যা আগামী ২১শে নভেম্বর অব্ধি চলবে।
প্রসঙ্গতঃ আগামী ৩০শে নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এছাড়া ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬-১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তির সুযোগ, ১৭ই ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও আগামী ৭ই জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।