প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

চৌদ্দগ্রামে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাঁধা, কয়েকশ একর জমির ফসলের ক্ষতি

চৌদ্দগ্রামে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাঁধা, কয়েকশ একর জমির ফসলের ক্ষতি।  কুমিল্লার চৌদ্দগ্রামে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা দেয়ায় বিপুল পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছে। আমন ধানসহ শাকসবজি পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় মজুমদার ব্রিকস্ নিজেদের সুবিধার জন্য কালভার্ট বন্ধ করায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বৃষ্টির সময় দেড়কোটা ও ছাতিয়ানী এলাকার ফসলি জমির পানি চৌদ্দগ্রাম-বাঙ্গড্ডা সড়কের কালভার্ট দিয়ে উত্তর পাশের খালে পড়ে। কিন্তু কয়েক বছর ধরে দেড়কোটা এলাকায় মজুমদার ব্রিকস্ কর্তৃপক্ষ নিজেদের সুবিধার্থে কালভার্ট বন্ধ করে সরু পাইপ বসিয়ে পানি প্রবাহে বাধা দেয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। গত শুক্রবার সারাদিন ঘুর্ণিঝড় মিথিলি’র কারণে বৃষ্টিপাত হয়। এতে দেড়কোটা ও ছাতিয়ানী এলাকার ফসলি জমিতে প্রচুর পানি জমে থাকে। স্বাভাবিক পানি প্রবাহিত হতে না পারায় বিপুল পরিমাণ জমির ফসল পানি ডুবে নষ্ট হয়ে যায়। সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, মজুমদার ব্রিকসের মালিক আহসান মজুমদার নিজের স্বার্থে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাঁধা দেয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ফসলি জমির ক্ষতি থেকে বাঁচতে কালভার্টটি পুনরায় চালুর দাবি জানাচ্ছি। ইউপি সদস্য মাহফুজ মজুমদার বলেন, ‘পানি নিষ্কাশনে বাঁধা প্রদান করায় অন্তত কয়েক’শ একর ফসল পানিতে ভাসছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রতিকারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি’। কালভার্ট বন্ধ করা মজুমদার ব্রিকস্ এর মালিক আহসান মজুমদার বলেন, ‘ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন