প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।  নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌর এলাকায় পানিতে ডুবে আপন মামাতো ফুফাতো ভাই বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম(২) ও মোসাম্মৎ হাবিবা(২) নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। নিহতের স্বজনরা জানান,সকালে দুই মামাতো ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো।খেলা করার কোন একসময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়।পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে।অবশেষে বাড়ীর কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পায়। পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশুর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন