প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সিদ্ধিরগঞ্জে বহুতল আবাসিক ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জে বহুতল আবাসিক ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকান্ড।  নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল আবাসিক ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৩ টায় সাইনবোর্ড এলাকায় পার্ক পলিট্যাকনিক ইনস্টিটিউট সংলগ্ন আব্দুল সালামের বাড়ির তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে আসায় বড় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। প্রাথমিক অবস্থায়ই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা যায় ফায়ার সার্ভিস সূত্রে। আদমজী ইপিজেড ফায়ার ষ্টেশনের ইনচার্জ মিলন মিয়া জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্ক পলিট্যাকনিক ইনস্টিটিউট সংলগ্ন আব্দুল সালামের বাড়ির তৃতীয় তলায় অগ্নি সংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। যে ঘরটিতে আগুনের সূত্রপাত সেটি তালাবদ্ধ ছিলো। আমরা দ্রুত পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন