প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অটোভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল ভ্যান চালক মেহের আলীর

অটোভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল ভ্যান চালক মেহের আলীর । অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহের আলী নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ নভেম্বর) বগুড়ার কাহালু উপজেলার পাইকড়র ইউনিয়নের বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত অটোভ্যান চালক পাইকড় ইউনিয়নের আড়োলা নগরপাড়ার মৃত ছবির আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সে সকাল ৮টার দিকে আড়োলা বটতলার দিকে যাওয়ার পথে অপরদিক থেকে আসা মোটরসাইকেল নিয়ে পাইকড় ইউনিয়নে দিকে আসার সময় বটতলা সড়কের উত্তর ভূগোইল নামকস্থানে পৌঁছিলে একটি মোটরসাইকেল সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মেহের আলী সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাহালু উপজেলা হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।এদিকে, মোটরসাইকেল চালক মোঃ রায়হান আলী (২৮) আহত হলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন