প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

প্রার্থনা

প্রার্থনা
মোঃ মনজিরুল ইসলাম
হে আল্লাহ , সম্পদ এতো বেশি দিয়ো না
যেন একজন ফকির মিসকিন আমার পাশে বসতে ইতস্তত বোধ করে।
আর এত কম দিয়ো না
যেন কোন ফকির মিসকিন আমার কাছে সাহায্য চাইলে আমি দিতে ইতস্তত, বোধ করি।
এমন জ্ঞান আমাকে দিও না ,
যা আমাকে অহংকারী করে তোলে।
আর এমন অজ্ঞতা দিও না,
যার কারণে নিজের সৃষ্টিকর্তাকে চিনতে কষ্ট হয়।
ধন-সম্পদ আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা এত গভীর করে দিও না,
যে ভালোবাসা আল্লাহ রাসূলের নির্দেশিত পথে চলতে বাধা সৃষ্টি করে।
পিতা-মাতা স্ত্রী-সন্তান ভাই-বোন পাড়া প্রতিবেশীর প্রতি ভালোবাসা এত কম দিও না ,
যার কারণে তাদের হক আদায় করতে অক্ষম হয়ে যাই। আমাকে এত কৃপণতা দিওনা ,
যে ধন-সম্পদের মোহে পড়ে এতিম মিসকিনের কথা ভুলে যাই।
আর এত অমিতব্যয়ি করো না যে,
আহার বিলাসের সময় ক্ষুধার্ত ও নিরীহ মানুষের কথা ভুলে যাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন