প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নবীগঞ্জে উপজেলা বিএনপি মশাল মিছিল অনুষ্ঠিত

নবীগঞ্জে উপজেলা বিএনপি মশাল মিছিল অনুষ্ঠিত । হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনীর নেতৃত্বে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতালের সমর্থনে ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন ।গতকাল শনিবার(১৮নভেম্বর) রাত ৯টার দিকে মধ্য বাজার জুয়েল ম্যানসন কাছে থেকে ডাক বাংলা সড়কে এ মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা। জানা গেছে, নবীগঞ্জ বিএনপি যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মিছিলটি জুয়েল ম্যানসন থেকে ডাকবাংলো সড়কে কিছু সময় অবস্থান করে। নেতাকর্মীরা অবরোধের সমর্থনে স্লোগান দেন ও সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতাল ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি জানান। নবীগঞ্জ বিএনপি বিএনপি যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে মিছিলটি করা হয়। কেন্দ্র থেকে যে কর্মসূচি আসুক তা আমরা বাস্তবায়ন করবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন