প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে ফোকাস সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

গাবতলীতে ফোকাস সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত । গতকাল শনিবার বগুড়ার গাবতলী ফোকাস সোসাইটির ২৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফোকাস সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক (অব:) সৈয়দজ্জামান এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন ফোকাস সোসাইটির সিনিয়র উপ-পরিচালক আ: করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: হাই, বোর্ডের সদস্য দুলাল মিয়া প্রমুখ। সভায় ২০২২-২০২৩ অর্থবছরের ব্যয় অনুমোদন এবং ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উত্থাপিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন