প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাতক্ষীরার কালিগঞ্জে পাক হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে পাক হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । এস এম তাজুল হাসান সাদ আগামী ২০ নভেম্বর সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় পাক হানাদার মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি ও ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ নভেম্বর) বেলা দশটায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস,এম গোলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের তথ্য ও প্রচার সম্পাদক শেখ শাহীনুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুল গফফার মিন্টু,বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি আশিক ইকবাল, কৃষ্ণনগর ইউনিয়ন সভাপতি আলম হায়দার, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ইমরুল হায়দার, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি শামীম রেজা, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, ধলবাড়িয়া ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম, রতনপুর ইউনিয়ন সভাপতি নুর ইসলাম খোকন, ওহিদুল ইসলাম, তৌহিদুর রহমান, মনির হোসেন প্রমুখ।আলোচনা সভায় বিগত ২০১৪ ও ২০১৯ সালের ন্যায় ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন