প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক পেল হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স

মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক পেল হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স । চট্টগ্রামের সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সেনানী_ব্লাড_ডোনার্স_এসোসিয়েশন’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদাতা সম্মেলন উপলক্ষে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত ঝমকালো একটা অনুষ্ঠান উপহার পেলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স প্রতিষ্ঠাতার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখেছেন, অএ সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান উদ্দিন হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স পক্ষ থেকে সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনকে, দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন