প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে সাজেদা কবির চৌধুরী সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

রাউজানে সাজেদা কবির চৌধুরী সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন । রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর শ্রদ্ধেয়া মাতা মরহুম সাজেদা কবির চৌধুরীর নামে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সাজেদা কবির চৌধুরী সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠান গুলো হলে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, রাউজান ব‍্যারিস্টার সুরেশ বিদ‍্যায়তন ও রাউজান মহিলা আলিম মাদ্রাসা। রাউজান পৌরসভার অর্থায়নে স্থাপিত এসব প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার প্রশিক্ষণ অতীব জরুরি ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম. কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, রাউজান দারুল ইসলাম মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা রফিক আহমদ ওসমানী, সুরেশ বিদ‍্যায়তনের প্রধান শিক্ষক বিষ্ণু কুমার চৌধুরী, মহিলা মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আব্দুল মান্নান চৌধুরী, অভিভাবক সদস্য সৈয়দ হোসেন কোম্পানি, হারুনুর রশিদ চৌধুরী টিপু, সোয়েব খান, সৈয়দ কামাল উদ্দিন, কনকন চৌধুরী, ওবায়দুল হক চৌধুরী মাহমুদ, মিঠু চৌধুরী। উপস্থিত ছিলেন মাওলানা শামসুল আলম হেলালী, মাওলানা সিরাজুল ইসলাম চিশতি, শিক্ষক পীযুষ কান্তি পাল, প্রনব কান্তি শীল, অরুণ কুমার বৈদ‍্য, তৃষ্ণা দাশ, লাভলী বড়ুয়া, সোমা মজুমদার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন