প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানবিক উত্তর ফটিকছড়ি কতৃক আর্থিক অনুদান প্রদান

মানবিক উত্তর ফটিকছড়ি কতৃক আর্থিক অনুদান প্রদান । মানবিক উত্তর ফটিকছড়ির মাধ্যমে শান্তিহাট উচ্চ বিদ্যালয়ের ৪ জন অসহায় ছাত্র/ছাত্রীকে এসএসসি ফরম পূরণের জন্য নগদ অর্থ প্রধান শিক্ষক বরাবরে প্রদান করা হয়েছে। সাজেদা আনোয়ার ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও মানবিক উত্তর ফটিকছড়ির পক্ষ থেকে এ অনুদান প্রদান করেন, উপস্থিত ছিলেন,ফটিকছড়ি উপজেলা একাডেমি সুপার ভাইজার জনাব মোঃ আকরাম,শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল বারেক,মানবিক উত্তর ফটিকছড়ির প্রধান সমন্বয়ক জনাব মোঃ হাসান শামসুদ্দিন,শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সৈয়দ সরোয়ার আলম,মানবিক উত্তর ফটিকছড়ি সদস্য ও হাসনাবাদ মুক্তিযোদ্ধা শহিদ আহমদ ছাপা স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এম ওসমান গনি, মানবিক উত্তর ফটিকছড়ি সদস্য জাফর ইমাম ও শান্তিনার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ কাদের প্রমুখ এ সময় ফটিকছড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার জনাব আকরাম সাহেব হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক উত্তর ফটিকছড়ির উত্তর উত্তর সফলতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন