প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিলাইছড়িতে সাপের দংশনে এক শিশুর মৃত্যু

বিলাইছড়িতে সাপের দংশনে এক শিশুর মৃত্যু । বিলাইছড়িতে লাবনী তঞ্চঙ্গ্যা নামে বিষাক্ত সাপের দংশনে ৫ বছরের উপরে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান সাবেক ওয়ার্ড মেম্বার প্রেম কুমার তঞ্চঙ্গ্যা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২ টায় শিশুটির মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন। শিশুটি মাতার নাম চিলপুরী তঞ্চঙ্গ্যা,পিতাঃ- সুমির তং। তারা মাছকাবাছড়া গ্রামের ১ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। সূত্রে জানা গেছে ২ দিন আগে সাপটি দংশন করলে তাকে বৈদ্য বা কবিরাজী চিকিৎসা করলে, তার অবস্থা আরো অবনতি দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন