প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঢাকা ১৯ আসনের মনোনয়ন ফরম কিনলেন মুহাম্মদ সাইফুল ইসলাম

ঢাকা ১৯ আসনের মনোনয়ন ফরম কিনলেন মুহাম্মদ সাইফুল ইসলাম । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ১৯ আসনে,আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন ফরম কিনলেন আশুলিয়া থানা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।শনিবার ১৮ ই নভেম্বর ২০২৩ নির্বাচনীয় নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা পরিষদ এর চেয়ারম্যান মাহাবুবুর রহমান সহ সল্প সংখ্যক লোক উপস্থিত থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনীয় ফরম ক্রয় করে মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরাপেক্ষ,আমি ঢাকা ১৯ আসনে দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের উর্দ্ধতন নেতাকর্মীদের বিবেচনায় দলীয় মনোনয়ন চুড়ান্ত হবে ইনশাআল্লাহ, গোয়েন্দা সংস্থার রিপোর্ট সংবাদমাধ্যম সহ সর্ব তথ্য বাছাই পূর্বক জনপ্রিয়তা যাচাই করে নমিনেশন দিলে আ’লীগের দলীয় মনোনয়ন আমাকেই দিবেন বলে আমি আশাবাদী,তার পরেও বলবো নৌকা যার আমরা তার,ঢাকা ১৯ আসন তথা বাংলাদেশের জনগনকে একটাই কথা বলবো,দেশের উন্নয়নে দরকার শেখ হাসিনা সরকার,নৌকার বিকল্প কিছুই নাই,কথা হবে একটাই ভোট হবে নৌকায়,জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন