প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নন্দীগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নন্দীগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের । বগুড়ার নন্দীগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় ভরত চন্দ্র বর্মন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী আলামিন হোসেন (২৫) নামের আরেকজন। শনিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকার সেলিনা পেন্টোল পাম্প সংলগ্ন ফরিদ ভোলকানাইজিং এর সামনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ভরত চন্দ্র বর্মন জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার নওটিকা গ্রামের শীতল চন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর থেকে ভরত চন্দ্র মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম ফরিদ ভোলকানাইজিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই ভরত চন্দ্র বর্মন মারা যায়। মোটর সাইকেলে পিছনে থাকা আলামিন হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী জানান, ঘটনাস্থল থেকে ভরত চন্দ্র মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন