প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুরে সাংবাদিক দের নিয়ে বৈঠক করেন সচেতন সাংবাদিক মহল।

রংপুরে সাংবাদিক দের নিয়ে বৈঠক করেন সচেতন সাংবাদিক মহল।

মাটি মামুন রংপুর।

রংপুরে সাংবাদিক দের নিয়ে বৈঠক করেন সচেতন সাংবাদিক মহল।গতকাল ৪ সেপ্টেম্বর সোমবার নগরীর সুমি কমিনিউটি সেন্টারে, এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রোস্তম আলী সরকার, মাটি মামুন, সুজন আহমেদ, হারুনুর রশীদ বাবু, আবু রায়হান, শাহিন মির্জা সুমন,নুর নবী, মোশাররফ, লোকমান সহ আরও অনেকেই।বক্তব্যে মাটি মামুন বলেন, দেশের সব যায়গায় সাংবাদিক নির্যাতন লাঞ্ছিত ও হামলার শিকার হচ্ছে। তার মুল কারন ঐক্য বদ্ধতার অভাব।আমরা যারা সংবাদ কর্মী জাতির বিবেক সমাজের আয়না একে অপরের প্রতি শোহন শিল,কাঁধে কাঁধ রেখে চললে তবেই সংবাদকর্মী নির্যাতন লাঞ্ছিত ও হামলার শিকার বন্ধ হবে বলে আমি মাটি মামুন মনে করি।যদি দেশের কোথাও আমার সংবাদকর্মী ভাই বন্ধু দের হামলার শিকার হয়, আমরা রংপুর থেকে আন্দোলন শুরু করে সারা বাংলাদেশ সেই আন্দোলনের শিখা ছড়িয়ে দিবো ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন