প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ ৫০ বিজিবির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তানজীর আহম্মদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন হরিপুর থানার ওসি ফিরোজ আহম্মেদ, গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, হরিপুর কাঁঠালডাঙ্গী কোং কমান্ডার সুবেদার ইব্রাহিম, প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা। সভায় সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান, আন্ত: সীমানা অপরাধ শূণ্যের কোটায় নামিয়ে আনা এবং অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, নদীতে মাছ ধরতে না যাওয়া, ঘাস কাটতে না যাওয়া, সীমান্ত হত্যা রোধে মাদকদ্রব্য, গবাদি পশু চোরাচালানের কার্যকলাপের সাথে জড়িত না হওয়ার জন্য আহবান করা হয়। এছাড়াও সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন