প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন বটতলা বাজারে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন বটতলা বাজারে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত। কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার ১৬ নভেম্বর রাতে উপজেলার উমরমজিদ ইউনিয়নের গলাকাটা বাজারে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উমরমজিদ ইউনিয়নের গলাকাটা বাজারের মাঠে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী হা-ডু-ডু অনুষ্ঠিত হয়। উক্ত খেলার শুভ উদ্বোধন করেন, এবং বক্তব্য রাখেন, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ, আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলন, নজরুল ইসলাম মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে উৎসুক জনতার ভিড় জমা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হা-ডু-ডু খেলা উপভোগ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন