প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মুহিবুর রহমান মানিকের নৌকার সমর্থনে মিছিল

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপজেলার সব কয়টা বাজারে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নৌকার সমর্থনে মিছিল করেছে আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার ও শুক্রবার বিকেলে দোয়ারাবাজারে সদরে উপজেলা নৌকার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। একই ও পরের দিনে উপজেলার সব কয়টা বাজারে মিছিল করেছেন নেতা কর্মীরা। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্যামলবাজারে, খাটাকালি বাজারে ও আমবাড়ি বাজারে, সুরমা ইউনিয়নের টেংরাবাজারে, মহব্বতপুর বাজারে, নুরপুর বাজারে, আলীপুর বাজারে, বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও বাজারে, বোগলাবাজারে, বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে, বাশতলা হক নগর বাজারে, নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারে, বালিউড়া বাজারে, নাছিমপুর বাজারে, পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজারে, মঙ্গলপুর বাজারে, দোহালীয়া ইউনিয়নের দোহালীয়া বাজারে, মজুরবাজারে, বঙ্গবন্ধু বাজারে মুহিবুর রহমান মানিক সমর্থকেরা নৌকার মিছিল করেছেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রত্যেক বাজারের দলীয় কার্যালয়ের সামনে নৌকার সমর্থনে নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, অঃ সেনা সার্জন রফিক উদ্দিন, নুর মিয়া বসির উদ্দিন,, যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, আহসান উদ্দিন, মো.আব্দুর রউফ, রহিম উদ্দিন, মো.এখলাছ ফরাজি, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বুলবুল মিয়া হিমেল মিয়া,
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামিলীগ নেতা নুরুল আমিন, সিরাজ উদ্দিন, গেদু মিয়া,আকবর আলী, মইনুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মো.তাজির উদ্দিন, ডা: গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, সাবেক ইউপি সদস্য গেদুমিয়া, ছালেক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া, সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া, আলীম উদ্দিন, খসরু মিয়া,আব্দুছ ছোবহান, জামাল উদ্দিন, ছাত্তার মিয়া, মঈন উদ্দিন, আলী আকবর, তমাল সরকার,বিপ্লব দে, ফিরোজ আলী, রহমত আলী, ছদরুল ইসলাম, আবুল কালাম, রুছমত আলী, লিটন দাস, রিংকু কুমার দেব, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব বাবুল মিয়া, জামাল উদ্দিন, হরিধন দাস, ছাত্রলীগ নেতা মিলন, হুমায়ুন আহমেদ, চিত্ত রঞ্জন দাস দোয়ারাবাজার সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমান মিজু, দোয়ারাবাজার সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার মোঃ জুয়েল মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীক বীজয়া করতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন