প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হবিগঞ্জে আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচী ঘোষনা বললেন এড: আবু জাহির এমপি

হবিগঞ্জে আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচী ঘোষনা বললেন এড: আবু জাহির এমপি!  হবিগঞ্জে ডিসেম্বর মাসজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড: মো. আবু জাহির এমপি। বিজয়ের মাস হিসেবে আওয়ামী লীগ মাসব্যাপী বিজয়ের মিছিলে পুরো শহর কম্পিত করতে চায় বলে মন্তব্য করেছেন দলটি শীর্ষ এ নেতা। গত বৃহস্পতিবার(১৬নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে নতুন কর্মসূচী ঘোষণা করেন তিনি। কোন দিন কি কর্মসূচি: হবিগঞ্জ পৌর জেলা শ্রমিক লীগ বিজয় র‌্যালী করবেন ০১ ডিসেম্বর। হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ বিজয় র‌্যালি করবেন ০৩ডিসেম্বর এবং হবিগঞ্জ পৌরসভা মাঠে আলোচনা সভা করা হবে, ০৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগ বিজয় র‌্যালী ও সমাবেশ করবে, ০৭ ডিসেম্বর হবিগঞ্জ জেলা যুবলীগ একক ভাবে বিজয় র‌্যালী, ১০ ডিসেম্বর হবিগঞ্জ জেলা স্বেচ্চাসেবক লীগ বিজয় র‌্যালী, ১২ ডিসেম্বর কৃষকলীগের বিজয় র‌্যালী, ১৪ তারিখ জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ বিজয় র‌্যালী এবং সবশেষ ১৭ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে বিজয় র‌্যালীর মাধ্যমে শেষ হবে মাস ব্যাপী কর্মসূচী। প্রেরক স্বপন রবি দাশ জেলা প্রতিনিধি হবিগঞ্জ মোবাইল:০১৭৩০-৫৬৮৮৯৭ তারিখ:১৭-১১-২০২৩ইং

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন