প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজমিরীগঞ্জে দীপাবলি অনুষ্ঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও শ্মশান কালী পূজা ১২ ই নভেম্বর রবিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।হিন্দু পুরান শাস্ত্র মতে দূর্গারই একটি শক্তি কালি।শাস্ত্রমতে কালির ১০৮টি রুপের বর্ননা আছে। সংস্কৃত ভাষায় কাল ‘ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তি কে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালী পূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা,তারা মা,চামুন্ডি,ভদ্রকালী, শ্মশান কালী, দেবী মহামায়া সহ ১০৮ নামে পরিচিত। কালি পূজার দিন হিন্দু সম্প্রদায়ের লোকেদের বাড়িতে ও শ্মশানে সন্ধ্যা থেকেই প্রদীপ জ্বালানো হয়।এর মধ্যে দিয়ে তারা স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয় স্বজনদের স্বরনে প্রদীপ নিবেদন করেন।এ বছর আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের বলদী গ্রামবাসীর উদ্যোগে নতুন শ্মশান তৈরি ও সেখানে শ্মশান কালী পূজা উদযাপন করা হয়। উক্ত পূজায় বলদী গ্রাম, পাশ্ববর্তী পাহাড় পুর, আড়িয়ামুগুর,করচা গ্রাম থেকে আগত বিভিন্ন ভক্তবৃন্দের সমাগম ঘটে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন