প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মুন্সিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২ আহত-৭

মুন্সিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২ আহত-৭ । মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কায় ২যাত্রী নিহত হয়েছে। আহতহয়েছে আরো ৭যাত্রী। এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকা মুখী লেনে এদূর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। শ্রীনগর ফায়ারসার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিভেন জানান। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৭টার ৩০মিনিটে পদ্মাসেতু হয়ে ঢাকার অভিমুখে যাচ্ছিলো ঢোলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে শ্রীনগর উপজেলার কেয়টখালি পৌছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় দ্রুত গতির বাসটি সড়কে ব্যারিকেড ও আইল্যান্ডে সজড়ো ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। মুমূর্ষু অবস্থায় ৩যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হলে ২জনকে মৃত ঘোষণা করে কর্তব্য চিকিৎসক। দূর্ঘটনায় আহতদের মধ্যে পূরবী রায়(২৬), জাহিদ হাসান(২৮), দ্বীপ হাওলাদার (২৪), ইকরাম (৩৩), রাখি (২৩) সহ ৬যাত্রী স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। এদিকে দূর্ঘটনার পর এক্সপ্রেসওয়ে ঢাকামুখি লেনে যানচলাচল বন্ধ রয়েছে। পাশের সার্ভিস লেন দিয়ে যাতায়াত করছে যানবাহন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন