প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

প্রবীণ সাংবাদিক ও অধ্যক্ষ (অবঃ) আব্দুল মজিদ আর নেই

প্রবীণ সাংবাদিক ও অধ্যক্ষ (অবঃ) আব্দুল মজিদ আর নেই ।ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষ (অবঃ) মো: আব্দুল মজিদ আজ (১৬ নভেম্বর) রাত্র আনুমানিক রাত ৮ টা ২০ মিনিটে বার্ধক্য জনিত কারনে নিজ বাসভনে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ আব্দুল মজিদ এর মৃত্যুতে রুহিয়া থানা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। রুহিয়া থানা প্রেসক্লাবের সহ-সাধরন সম্পাদক প্রেরিত এক শোক বার্তায় সংগঠনের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাব পরিবার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অধ্যক্ষ আব্দুল মজিদ রুহিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ১৯৯৮ সালে তিনি রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। বর্ণাঢ্য শিক্ষকতা পেশা শেষে ২০১৭ সালে অবসরে যান তিনি। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যুর পরে তিনি পরিবারের আপনজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাযা আগামীকাল (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার সময় গিন্নী দেবী আগরওয়াল মহিলা কলেজ মাঠে এবং ২য় নামাজে জানাযা ৩ টার সময় রুহিয়া সালেহিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে গোরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন