প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ধান কাটাকে কেন্দ্র করে কালুখালিতে সংঘর্ষ – আহত ২

ধান কাটাকে কেন্দ্র করে কালুখালিতে সংঘর্ষ – আহত ২ । রাজবাড়ীর কালুখালীতে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় দলের ২ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে। সংঘর্ষে আহতরা হলেন আমবাড়ীয়া গ্রামের মৃত জলিল শেখের পুত্র হেলাল শেখ ( ৫০) ও হাটগ্রামের জদু মোল্লার ছেলে শাহেদ মোল্লা (৩৫)। জানা গেছে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এই সংঘর্ষ হয়। কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাক্ষাতে হেলাল শেখ জানায় আমার জমিতে সকালে আমি ধান কাটতে গেলে শাহেদ মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লাঠিসোটা হাতে সজ্জিত হয়ে অতর্কিত আমার উপর হামলা করে। আমার মাথায় আঘাত করলে আমার চিৎকারে আশে পাশের লোক আগাইয়া আসিলে সকলে পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপর দিকে পাল্টা অভিযোগ করে শাহেদ মোল্লা বলেন আমার ক্রয়কৃত দলিলের জমি দীর্ঘ ৩০ বছর জবরদখল করে ভোগদখল করে আসছে হেলাল শেখ। আজ আমি জমির ধান কাটা বাধা দিতে গেলে ওত পেতে থাকা হেলাল শেখের নেতৃত্বে ১০/১৫ জন আমার উপর হামলা করে। আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ায় জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কালুখালী থানায় উভয় পক্ষের মামলার প্রস্তুুতি চলছিলো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন