প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশীলকে স্বাগত জানিয়ে ছাতকে আওয়ামী লীগের আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশীলকে স্বাগত জানিয়ে ছাতকে আওয়ামী লীগের আনন্দ মিছিল। ছাতকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশীলকে স্বাগত জানিয়ে মিছিল ও পথ সভা করেছে উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন । বৃহস্পতিবার বিকেলে শহরের কাষ্টম রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারো কাষ্টম রোডে এসে পথ সভা করেছে। ছাতক পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়ের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী. এড.আশিক আলী,আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, চান মিয়া চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী সুমন,ইশতিয়াক রহমান তানভীর,সোহেল মাহমুদ, সাদমান মাহমুদ সানি মাহফুজ বাবলু প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন,গয়াস আহমদ, হাজী সুন্দর আলী,অদুদ আলম,বিল্লাল আহমদ,আবু বক্কর সিদ্দিক,আব্দুল হক,সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল,মুরাদ হোসেন, শায়েস্তা মিয়া, সামসুজ্জামান রাজা, এড.মাসুম আহমদ,এড.ছায়াদুর রহমান,এড.মনির উদ্দিন, কাপ্তান মিয়া,হাজী সুনু মিয়া,হাজী ময়না মিয়া মোঃ,মুরাদ আহমদ, আব্দুল জব্বার খোকন, বীর মুক্তি যোদ্ধা আমির আলী বাদশাহ,মোশাহিদ আলী,আব্দুল খালিক, গিয়াস উদ্দিন,মিজানুর রহমান হিরু,আব্দুস সহিদ মুকিত, রাজু তালুকদার,পরিমল দাস, মাফিজ আলী,আপ্তাব উদ্দিন কালিদাস পোদ্দার,নজমুল হোসেন,আব্দুল আউয়াল,সাব্বির আহমদ, আবুল হাসনাত,রঞ্জন কুমার দাস,সিমেন্ট কারখানা সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুস, আজিজুর রহমান, রুবেল দাস, ময়না মিয়া মেম্বার, ফজলু মিয়া মেম্বার, জালাল উদ্দীন মেম্বার,জয়নাল আবেদীন মেম্বার,সালেহ আহমদ মেম্বার, আব্দুল মালিক মেম্বার,কয়ছর আহমদ মেম্বার খালেদ মিয়া মেম্বার,খায়রুল হুদা, আব্দুর রহমান,আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম,ইকবাল হোসেন,মামুন আহমেদ, কহিন চৌধুরী,সাইফ উদ্দিন,আরাজ মিয়া, রুপক গোস্বামী, শাহ আলম বাবু,নানু মিয়া,আব্দুস সালাম,সাহাব উদ্দিন,শহিদুল ইসলাম,জানে আলম,জাকির হোসেন,আব্দুল গফুর, সাইফুর রহমান সিজান,মোস্তাকিম রায়হান,ফাহিম শাহরিয়ার রেজওয়ান, বুরহান উদ্দিন অমি, নয়ন দাস অপু, এহসানুল হক মিলন,আবু বক্কর সিদ্দিক চৌধুরী,সালমান আহমদ সাগর,উজ্জ্বল সরকার,শিপন মিয়া,ফয়সাল আহমদ,জামিল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সকালে মুহিবুর রহমান মানিক এমপি’র বাস ভবনে আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফজলুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,প্রধান বক্তার বক্তব্য রাখেন,সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সৈয়দ আহমদ। আরো বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ, এড.আশিক আলী,রফিকুল ইসলাম কিরণ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন