প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সুনামগঞ্জে পরমাণু কৃষি গবেষণার কতৃক কৃষকের মাঝে সরিষা ও বিনা ধান বিতরণ

সুনামগঞ্জে পরমাণু কৃষি গবেষণার কতৃক কৃষকের মাঝে সরিষা ও বিনা ধান বিতরণ । ইফতিয়াজ সুমন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল লাভজনক ফসলসমূহের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সরিষা ও বিনা ধান বিতরণ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার দরিদ্র কৃষকদের মাঝে ১৫০০ কেজি সরিষা ও ৪০০০ কেজি বিনা ধান ১২০০ ফ্যামিলির মাঝে বিতরণ করা হচ্ছে এক সপ্তাহ ধরে আজ ১৬,নভেম্বর ২০২৩ ইংরেজি রোজ বৃহস্পতিবার সকালে পরমাণু উপকেন্দ্র সুনামগঞ্জ থেকে ১২ টি উপজেলায় সরিষা ও বিনা ধান বিনামূল্যে বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন পরমাণু গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ অফিসার ড. মোহাম্মদ নুরুন – নবী মজুমদার, ও বাংলাদেশ বাস্তুহারালীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ ওয়াদুদ এবং প্রতিষ্ঠান এর অফিসারগণ ও কর্মচারীবৃন্দ জেলা অফিসার ড.মোহাম্মদ নুরুন-নবী মজুমদার বলেন আজ এক সপ্তাহ ধরে এ পর্যন্ত কৃষক এর মধ্যে চারশো কেজি সরিষা ও বিনা ধান ছয় হাজার কেজি বীজ বিতরণ করছি, এবং কৃষকরা উপযুক্ত মৌসুমে বিনামূল্যে বীজ পেয়ে আনন্দিত।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন