শরীয়তপুরের গোসাইরহাটে অন্নকূট মহোৎসব পালন। শরীয়তপুরের গোসাইরহাটে পরিমল প্রভুর বাসায় অন্নকূট স্বরন উৎসব পালন এ সময় অন্নকূট মহোৎসবে উপস্থিত ছিলেন শরীয়তপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির ইসকন শরীয়তপুরের প্রেসিডেন্ট H H Swarat Goura Hari Das প্রভু ও তার টিম আরো উপস্থিত ছিলেন শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ভক্তবৃন্দ। মঙ্গলবার ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ, সকালে দর্শন আরতি, গুরু পূজা, দূপুর ১২টায় ভোগ আরতি এবং ভগবানের দর্শন, ভোগ আরতি কীর্তন, তার পর পরই শুরু হয় ভাগবতীয় আলোচনা ও দামোদর লীলা আলোচনা করেন H H Swarat Goura Hari দাস প্রভু। দুপুর ২ টা ৩০ মিনিটে প্রসাদম বিতরণের মাধ্যমে শেষ হয় ভগবান শ্রী কৃষ্ণের গিরি গোবর্ধন স্বরন উৎসব বা অন্নকূট মহোৎসব