প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেবীগঞ্জে এক পঙ্গু প্রতিবন্ধী কে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে

দেবীগঞ্জে এক পঙ্গু প্রতিবন্ধী কে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৪ নং পামুলী ইউনিয়নের কালীবাড়ি বাজারে ন্যায্য মূল্য চাওয়ায এক পঙ্গু প্রতিবন্ধী পান সুপারি ব্যবসায়ী কে মারধর এবং ইট দিয়ে মাথা মাথা দেওয়ার অভিযোগ উঠেছে।। ঘটনা টি ঘটেছে উপজেলার পামুলী ইউনিয়নের কালীবাড়ি বাজারে,,অভিযুক্ত কারি হলেন মোঃ কামাল উদ্দিন পিতাঃ মৃত আব্দুর রহমান মন্ডল সাং কাঁঠাল তলী কালীবাড়ি পামুলী দেবীগঞ্জ-পঞ্চগড়।। পঙ্গু প্রতিবন্ধী পান সুপারি ব্যবসায়ী হলেন মোঃ ইউসুফ আলী পিতা মোঃ হাবিবর রহমান, সাং কাঁঠাল তলী কালীবাড়ি,পামুলী,দেবীগঞ্জ- পঞ্চগড়।। ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে ইউসুফ আলী কামাল উদ্দিনের কাছে পান সুপারি ন্যায্য মূল্য চাওয়ায কথাকাটাকাটি এক পর্যায়ে ও পূর্ব শত্রুতা এবং রাজনৈতিক বিরোধী দলের কথা বার্তা বলায় ঝগড়া বিবাদ ও হাতাহাতি হয় পঙ্গু প্রতিবন্ধী ইউসুফ আলী মাটি তে পড়ে গেলে তাকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়,, পরে বাজারে লোকজনের ,, সাহায্য নিয়ে ইউসুফ দেবীগঞ্জ-উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে দেবীগঞ্জ-থানা অফিসার ইনচার্জ ইকতেখারুল মোকাদ্দেম কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি মারামারি ও মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা টি শুনছি,, তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন