প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেবীগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন

দেবীগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।  পঞ্চগড়ের দেবীগঞ্জ-পৌরসভার ৭ নং ওয়ার্ডের গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার মনুষ্যত্ব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওয়াসিম আকরাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন নিউটন দেবীগঞ্জ- পঞ্চগড়। ওয়াসিম আকরাম বলেন আমি মনুষ্যত্ব সেচ্ছাসেবী সংগঠন সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি পঞ্চগড় জেলায় এবং সামনে দিনেও করে যাবো । তারা মুলত শিক্ষা নিয়ে কাজ করেন কিন্তু পঞ্চগড় এর শীতের তীব্রতার জন্য প্রতিবছর পঞ্চগড় এর ৫ উপজেলায় কম্বল বিতরণ করে থাকি। এছাড়াও আমরা প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ,, অসহায় মহিলাদের জন্য ছাগল বিতরণ,, সেলাই মেশিন বিতরণ,, দোকান করে দেওয়া,, এবং বাড়ি ঘর করে দেওয়া কাজ বাস্তবায়ন করে যাচ্ছি মনুষ্যত্ব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হিসেবে।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন