প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নিজের পায়ের রগ কেটে আত্মহত্যা করলেন গৃহবধূর

নিজের পায়ের রগ কেটে আত্মহত্যা করলেন গৃহবধূর । নাটোরের লালপুরে রোগযন্ত্রণা সইতে না পেরে বঁটি দিয়ে দুই পায়ের রগ কেটে মিনা রানী (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১৫ নভেম্বর-২৩) সকালে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনা রানী ঐ গ্রামের উজ্জ্বল কুমারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, মিনা রানী দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে পায়ের রগ কেটে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন পায়ের রগ কাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আড়বাব ইউনিয়ন পরিষদ সদস্য লালন হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মেরুদন্ডের রোগে ভুগছিলেন। অসুখ ভালো না হওয়ায় নিজে বঁটি দিয়ে তার পায়ের রগ কেটে ফেলায় অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। লালপুর থানার আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক হিরেন্দ্রনাথ প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন