প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তফসিল ঘোষণায় রামগড় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

তফসিল ঘোষণায় রামগড় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল ।জাতিয় নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণার পর খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় রামগড়ের মেইনসড়ক প্রদক্ষীন করে বিশাল জনস্রোতটি। এতে অংশ গ্রহণ করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ,তাঁতীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পুরো এলাকা। মিছিলটি রামগড় পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য দেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম(আলমগীর)।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন