প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাইকগাছায় “ভোরের চেতনা “পত্রিকার ২৫তম বর্ষপূর্তী উদযাপিত

পাইকগাছায় “ভোরের চেতনা “পত্রিকার ২৫তম বর্ষপূর্তী উদযাপিত।  খুলনার পাইকগাছায় জাতীয় “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার ২৫ তম বর্ষপূর্তী উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার খুলনা জেলা ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, এড. এফএমএ রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, বাবুল আক্তার, বি.সরকার, এসএম আলাউদ্দিন সোহাগ, এমআর মন্টু, ‌আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহ জামান বাদশা, শাহরিয়ার কবির, মোঃ খোরশেদ আলম, শেখ মামুনুর রশিদ, মিনারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বলেন ‘জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা-টি ২৫ বছরে পদার্পণ করেছে। ভোরের চেতনার পত্রিকাটি পড়ার সময় দেখা যায় সকল নিউজই মানসম্মত, সরকারের উন্নয়নমূলক খবরা-খবর, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশ প্রেমের চেতনায় “দৈনিক ভোরের চেতনা” পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হয়ে এগিয়ে চলুক দুর্বার গতিতে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এন  ইসলাম সাগর। অনুষ্ঠানে বক্তারা ভোরের চেতনা পত্রিকার সফলতা কামনা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন