প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ই নভেম্বর বিকাল ০৩:৫০ মিনিটেকুমিল্লা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ০৫নং পঁশ্চিম জোড়কানন ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জোড়কানন হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি মোঃ শাহজাহান (৪২) ০৪নং শ্রীপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের নালঘর (চারাল বাড়ি) গ্রামের গ্রামের হারিছ মিয়ার ছেলে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন