প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুর বিসিক কার্যালয়ের শিল্পপার্ক পরিদর্শন করেন জেলা প্রশাসক

রংপুর বিসিক কার্যালয়ের শিল্পপার্ক পরিদর্শন করেন জেলা প্রশাসক । শিক্ষা জীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বছরের প্রথম প্রান্তিকে দেশে বেকারের সংখ্যা বেড়েছে। শ্রমশক্তি জরিপের তথ্যানুসারে, চলতি বছরের শেষ প্রান্তিকের তুলনায় দেশে বেকার লোকের সংখ্যা ২ লাখ ৭০ হাজার বেড়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণলায়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে বেকারত্ব কমিয়ে আনতে ও উদ্যোক্তাদের কর্মস্থান তৈরির লক্ষে রংপুর বিসিক কার্যালয়ের শিল্পপার্ক পরিদর্শন করেন জেলা প্রশাসক মহোদয় ও বিসিক কর্মকর্তারা। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান রংপুর বিসিক কার্যালয়ের শিল্পপার্ক পরিদর্শন করে বলেন শুধু পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করাতে হবে। এবং বাংলাদেশ এগিয়ে নিতে হলে সব ধরনের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান এবং রংপুর জেলাকে উন্নয়ন নগরী গড়ে তোলার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন