প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নবীগঞ্জে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুউদ্দিন বুলবুলের ৫৪তম জন্মদিন পালন

নবীগঞ্জে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুউদ্দিন বুলবুলের ৫৪তম জন্মদিন পালন!  হবিগঞ্জের নবীগঞ্জ শহরের ফুলকলিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহান আহমেদ মুসা উদ্যোগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের ১ম সাংগঠনিক সম্পাদক নুরুউদ্দিন বুলবুল এর ৫৪ তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে ১৪(নভেম্বর )মঙ্গলবার রাত ৭ঘটিকার নবীগঞ্জ পৌরসভা ফুলকলিতে ৫৪তম জন্মদিনের কেক কাটা হয়েছে ও উনার সুস্বাস্থ্য কামনা করেছেন। এসময় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন