উত্তরবঙ্গবাসীর স্বপ্নের গ্যাস সঞ্চালন লাইন উদ্বোধন করলেন শেখ হাসিনা ।করোনার কারণে বিলম্বিত হলেও বহুল কাঙ্খিত উত্তরের গ্যাস সঞ্চালন শুরু হলো মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল উত্তরবঙ্গবাসীর স্বপ্নের গ্যাস সরবরাহ। আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন রংপুরের বধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণে আশায় বুক বেঁধেছে রংপুর অঞ্চলের বাসিন্দারা। মঙ্গলবার গ্যাস সঞ্চালনের উদ্বোধনের পাশাপাশি বিতরণ লাইনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের আওতায় থাকছে ১০০ কিলোমিটার পাইপলাইন। এর মধ্যে রংপুর শহরে ৪৪ কিলোমিটার, পীরগঞ্জে ১০ কিলোমিটার, নীলফামারী ও উত্তরা ইডিজেড এলাকায় ৪৬ কিলোমিটার। বিতরণ লাইন নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের জুনের মধ্যে। রংপুরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল গ্যাস সরবরাহ। করোনার কারণে বিলম্বিত হয়েছে প্রকল্পের কাজ। বহুল কাঙ্খিত উত্তরের এই গ্যাস সঞ্চালন পাইপ লাইনটির ডিপিপিতে ২০২১ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ছিল। পরে মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর করা হয়। ভূমি অধিগ্রহণ জটিলতা ও করোনার কারণে ২০২৩ সালের জুনে শেষ হয়। শিল্প কারখানার অন্যতম নিয়ামক শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। যে অঞ্চলে গ্যাসের সরবরাহ যতো আগে নিশ্চিত হয়েছে সেই অঞ্চলে শিল্প ততো এগিয়ে রয়েছে। উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ না থাকায় শিল্পের প্রসার নেই বললেই চলে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহার করে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই রংপুর অঞ্চলে শিল্প কারখানা স্থাপনে সাহস দেখাননি কেউ। এতে বিশাল অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছে। গ্যাস সরবরাহ পেলে রংপুর অঞ্চলেও শিল্প কারখানা গড়ে উঠবে। চাপ কমে আসবে রাজধানী ঢাকার ওপর। সে কারণে আশায় বুক বেঁধে আছে রংপুর অঞ্চলের বাসিন্দারা। রংপুর জেলায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবি ছিল বহু দিনের। ২০১১ সালে রংপুর সফরে এসে সেই দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রংপুরে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সংযোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নেন সরকার। শুরু হয় বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারী পর্যন্ত গ্যাস সঞ্চালনের পাইপলাইন স্থাপনের কাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে প্রস্তুত করা হয়েছে বগুড়া থেকে ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালনের পাইপলাইন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বগুড়া-রংপুর-সৈয়দপুর সঞ্চালন পাইপ লাইন উদ্বোধনের পর পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার পীরগঞ্জ প্রান্তে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, উত্তরের জনপদকে এগিয়ে নিতে শিল্পের উন্নয়ন প্রয়োজন। তাই শিল্পকে অগ্রাধিকারের ভিত্তিতে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ করা হবে। প্রচুর জনগণকে কাজে সম্পৃক্ত করাই সরকারের টার্গেট। তিনি প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উদ্বোধনের পর অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন। এ সময় বিদ্যুত ও জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ন কবীর, জিটিসিএলের চেয়ারম্যান রুখসানা নাজমা ইসহাক, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। জানা গেছে, রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য রাষ্ট্রীয় দুটি কোম্পানি কাজ করছে। সঞ্চালনের দায়িত্বে রয়েছে জিটিসিএল, আর বিতরণ অংশের প্রকল্পের দায়িত্বে রয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। সঞ্চালন কোম্পানি বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ শেষ করেছে। তবে বিতরণ লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকরা এর সুবিধা পাবেন না।