প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁ ডামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক হাসান আহম্মেদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

নওগাঁ ডামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক হাসান আহম্মেদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু। নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনাটি ঘটে মঙ্গলবার ১৪ নভেম্বর সন্ধার পূর্ব মহূর্তে নওগাঁ বাইপাস সড়কের (জৈনক জসিম এর ধান চাতাল) নামক এলাকায়। নিহত যুবক হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার কোমাইগাড়ী গ্রামের বাসিন্দা হাসান আহম্মেদ (২১)।দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসান মুঠোফোনেপ্রতিবেদক কে জানান, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক ভাবে নিশ্চিত হোন ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ২১ বছর বয়সী হাসান আহম্মেদ এর মৃত্যু হয়েছে এবং নিহত হাসান আহম্মেদ এর বাসা নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী গ্রামে। তবে তথ্য নেওয়ার সময় পর্যন্ত এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি জানিয়ে অফিসার ইনচার্জ বলেন, এব্যাপারে আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে। নওগাঁ প্রতিনিধিঃ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন