প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

বার বার গ্রেফতারের পর ও থামছেই না সুজন ও পারভীনের মাদক বানিজ্য

বার বার গ্রেফতারের পর ও থামছেই না সুজন ও পারভীনের মাদক বানিজ্য।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের মাদক বানিজ্য কিছুতেই থামছে না। বার বার জেলা পুলিশ ও ডিবি পুলিশের গ্রেফতারেও বন্ধ করতে পারছে ১৫নং ওয়ার্ডে চাক্কা সুজন ও পারভীনের এই মরন নেশার বানিজ্য। এদের মাদকের বানিজ্যের সঙ্গে দিন দিন জরিয়ে পড়ছে এলাকার যুব সমাজের নানা পেশার ছেলে ও মেয়েরা। কৌশল পাল্টিয়ে এখন বেশ ধরাছোঁয়ার বাইরে থেকেই চালাচ্ছে মাদক ব্যবসা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান যে এরা কিছুদিন আগে ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলো জামিনে বের হয়ে এখন তারা বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করেন। এদের সঙ্গে মাদকের বানিজ্য সহযোগী হিসাবে এলাকার ইলেকট্রনিক মিস্তি আল আমিন যে কিনা কিছুদিন আগে পারভীনের সঙ্গে ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলো সে ও এখন তাদের একজন সক্রিয় সদস্য হিসাবে কাজ করছেন। তাদের সঙ্গে মাদকের চালান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে থাকে পারভীনের নিজের মেয়ে। সেও ১৫নং ওয়ার্ডে বসবাস করেন। এই মাদকের বানিজ্যের কারনে এখন এই এলাকাতে চুরি ছিন্তাইয়ের মতো নানা ধরনের অপকর্ম বেড়েই চলছে। এতে এলাকার জনগন নানা সময়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস কে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান যে হে আমি বিভিন্ন সময় এদের মাদক বানিজ্যের বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তাদের গ্রেফতার করতে সদর থানা পুলিশ কে জানিয়েছি তারা গ্রেফতার ও করেন কিন্তূ জামিনে বের হয়ে আবার তারা এই মাদক বানিজ্যেই জড়িয়ে পড়ে। আমরা কিছু দিনের মধ্যে এই দরনের মাদক কারবারি দের বিরুদ্ধে কঠোর আইনি উদ্যোগ গ্রহন করবো এবং এদের এলাকা থেকে বাহির করে দিবো যদি তারা এই মাদক কারবারি থেকে নিজেদের না ফিরিয়ে আনে। এখন ১৫ নং ওয়ার্ডের জনগনের দ্বাবি এই মাদক কারবারিদের বিরুদ্ধে অনতিবিলম্বে এদের ও এদের সহযোগী সহ এই চক্রকে গ্রেফতার করে কঠোর ভাবে আইনি উদ্যোগ গ্রহন করে শাস্তি নিশ্চিত করা। যাতে করে এই সমাজের যুব সমাজের জরে পড়া ছেলে মেয়ে গুলো সঠিক পথে ফিরে আসে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন